শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

৯৯ ডলারেই গুগল ট্যাব!

৯৯ ডলারেই গুগল ট্যাব! ২০১৩ সাল দুয়ারে। বিশ্বপ্রযুক্তি অঙ্গন তাই নতুন উন্মদনার অতন্দ্র
প্রহর গুণছে। এতে প্রথমেই এসেছে গুগলের নাম। মাত্র ৯৯ ডলারের
নেক্সাস ৭ মডেলের ৭ ইঞ্চি পর্দার খুদে ট্যাবলেট হতে পারে বছরের
অন্যতম সেরা চমক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। অনলাইনে গণমাধ্যমে এরই মধ্যে এক্সিফ ফরম্যাটে ছড়িয়ে গেছে গুগলের
এ স্বল্পদামের ট্যাবলেটের বেশ কিছু তথ্য। এর মধ্যে গুগলের
হয়ে ট্যাবলেট তৈরি করছে আসুস এমন তথ্য পাওয়া গেছে। মডেলের
বিন্যাসে আছে এমই১৭২ভি পণ্যকোড। প্রসঙ্গত, গত অক্টোবরে ডিজিটাইমস ওয়েবসাইটে তাইওয়ানভিত্তিক
কোয়ান্টা কমপিউটার গুগলের ‘নেক্সাস ৭’ ট্যাবলেট তৈরি করছে।
এখানে বলা হয়, আসুস নয়, গুগলের ট্যাবলেট তৈরি করবে কোয়ান্ট। যদিও ২০১২ সালে শেষভাগে এ ট্যাবলেট বাজারে আসার কথা ছিল।
কিন্তু এখন তা গড়িয়েছে ২০১৩ সালের দিকে। সূত্রগুলো বলছে, ২০১৩
সালের দ্বিতীয় সপ্তাহেই এ বিষয়ে গুগল থেকে আনুষ্ঠানিক
ঘোষণা আসতে পারে। ডিজিটাইমস সূত্র বলছে, এ ট্যাবলেটে থাকবে সিঙ্গেল কোর ৮০০
মেগাহার্টজ প্রসেসর। এটি তৈরি করবে চীনের ওয়ান্ডার
মিডিয়া টেকনোলজি। এতে ব্যবহৃত হুভা টিএন স্ক্রিন
তৈরি করছে তাইওয়ানের হ্যানস্টার ডিসপ্লে। আর দাম ৯৯ ডলারের
মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা আছে। এতে আগের ১৯৯ ডলারের বিপরীতে এবার আসতে পারে ৯৯ ডলারের
চমক। তবে এ ধরনের বাজার প্রতিযোগিতায়
টিকে থাকতে চ্যালেঞ্জটাও অত সহজ নয়। তাই অপেক্ষা এখন গুগলের
আনুষ্ঠানিক ঘোষণার।

হাবলু ট্যুরে গেছে

হাবলু ট্যুরে গেছে। ওখান থেকে সে বাসায় ফোন করলো।ফোন ধরল
নতুন চাকর।
হাবলুঃ "তোমার মেমকে দাও"
চাকরঃ "মেম তো সাহেবের সাথে বেডরুমে"
হাবলুঃ "মানে??আমিই তো সাহেব বলতিছি!"
চাকরঃ "তো আমি কি করবো?"
হাবলুঃ(রেগে গিয়ে) "ওদের ২ জনকে গুলি করে মারো"
চাকরঃ "কি??"
হাবলুঃ "তোমাকে ১লাখ টাকা দিব।তুমি ওদের এখনি মেরে ফেল।
আমি লাইনে আছি" মেরে ফেলার পর চাকরঃ "লাশ ২টা কি করবো?"
হাবলুঃ "সুইমিং পুলে ফেলে দাও"
চাকরঃ"মানে?সুইমিং পুল পাব কই?"
হাবলুঃ"কি?বাসায় সুইমিং পুল নেই??"
চাকরঃ "না।"
হাবলুঃ "এটা ২৮৪৬৯৮৫২ নাম্বার না??" চাকরঃ "না"
হাবলুঃ "সরি, রং নাম্বার"

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

ফ্রী ফ্রী ২০০MB internet

ফ্রী ফ্রী ২০০MB
internet উপভোগ
করুন আপনার Banglalink
সিমে ।
আপনারসিমে ৬টাকা রাখবেন
। তারপর *222*1*2# ডায়াল
করে 4.60 টাকা দিয়ে ২
MB কিনে নিন ।
তারপর ১ MB ব্যবহার
করারপর
অপেরা মিনির সেটিং এ গিয়ে সব কিছু OFF
করে নিন । শুধু single
column
view ON করুন আর
protocol অপশনটা HTTP
থেকে Socket/HTTP করে নিন । ম্যাসেজ
অপশনে গিয়ে P1
লিখে 3343
নাম্বারে পাঠিয়ে দিন।
তারপর আপনার
মোবাইলে ১টাকার মত থাকবে । এখন
আপনার নেট প্যাকেজ
হয়ে যাবে ১ পয়সা ১০
কেবি মানে ১ টাকায় ১
MB এখন বাকি ১
MB খরচ করে তারপর অনবরত 200 MB —
#হিমেল
লাইক দিয়ে সবাই একটিভ থাকুন

http://facebook.com/shmizan
Sada mata mizan

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ
» আলু প্রতি কেজি ৭১৫ টাকা নির্ধারন করায় অর্থ মত্রীর আলুর
পরিবর্তে কচু খওয়ার অনুরোধ..!
» শহরীনফোনে প্রতি মিনিট কথা বলা যাবে ০.০০১ টাকায়।
আর প্রতি ১০
টাকা রিচার্জেথাকছে ৫০০০০০০০০% বোনাস..! » ক্যাটরিনার নাতনীর সাথে রজনীকান্ত জুটি হয়ে করছেন
শতাব্দীর সবচেয় ব্যয়বহুল ছবিঃ ধুম-২২
» কারিনা কাপুর তার ৮ম বিয়েতে আমন্ত্রণ জানালেন শহিদ
কাপুর ও সাইফ আলী খান কে..!
» "আমি-ই কিং খান" ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন
শাকিব খান; সহাভিনেতারা হলেন শাহরুখ, আমির ও সালমান! শাকিব এর নায়িকা হিসেবে থাকবেন এন্জেলিনা জোলি..!
» পেট্রোল এর দাম ৯৮৪ প্রতি লিটার...!
» হিন্দী সিরিয়াল সি.আই.ডি ১লাখ পর্ব অতিক্রম করল..!
» চায়না নতুন ফোন বাজারে ছেড়েছে। এতে আছেঃ ২০ সিম
কার্ড একসাথে সচল, ১ টেরাবাইট ইন্টারনাল মেমোরী, ৪২০
মেগা পিক্সেল ক্যামেরা, এমপি১০ প্লেয়ার,ওয়াইফাই , ৫০জি, জিপিএস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ আরো আকর্ষনীয়
অনেক কিছু!
» এক কালের বাংলা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কে বিয়ের
প্রস্তাব দিলেন টম ক্রুজের নাতি!
» সালমান খাঁন উনার 'বডিগার্ড ৫০' মুভির রিমিক করে নতুন
মুভি 'বুড়াগার্ড' নির্মাণ করতেছেন! » বাংলা সিনেমার হারিয়ে যাওয়া জনপ্রিয় নায়ক অনন্ত
জলিল বাংলা ও
ইংরেজী ভাষা শুদ্ধ রুপে শিখার জন্য তার নতুন শিক্ষক নিয়োগ
দিয়েছেন!
» দুই নেত্রীর মৃত্যুবার্ষিকীত ে দেশজুড়ে আনন্দমিছিল বের
করেছে সমগ্র বাংলাদেশবাসী। উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ!

ভৌতিক রাস্তা The M6

সারা ইংল্যান্ড জুড়ে যতগুলো রাস্তা তার মধ্য
ভুতুড়ে রাস্তা হিসেবে সবচেয়ে কুখ্যাতি অর্জন করেছে এই The M6
নামক রাস্তাটি ! এই রাস্তাটি নির্মিত হয় প্রায় ২,০০০ বছর আগে যখন
সারা ইংল্যান্ড জুড়ে রোমানদের আধিপত্য বিস্তৃত ছিল ॥ রোমান
সৈন্যরা এই রাস্তাটি হরহামেশাই ব্যবহার করত ॥ বিস্ময়কর ব্যাপার
এই যে , আজ প্রায় ২,০০০ বছর পরও সেই সব রোমান সৈন্যদের দেখা পাওয়া যায় এই রাস্তার ধারে !! যে সকল ট্রাক ড্রাইভার
রাতে বিশেষ করে মধ্যরাতের পর এই রাস্তা ব্যবহার করেছেন
তারা অনেকেই ২,০০০ বছর আগেকার সেই সকল রোমান সৈন্যদের
দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন ! অনেকে আবার ঘোড়ার ডাকের
শব্দও পেয়েছেন ! অনেক সময় সাদা কাপড় পরিহিত , উস্কখুস্ক
চুলওয়ালা মহিলাকে রাস্তার ধার দিয়ে হেটে যেতে দেখা গিয়েছে ! এটি বাস্তবিকই ভয়ের ব্যাপার, বিশেষ করে যারা রাতে ঐ
রাস্তাটি ব্যবহার করেন ! বিল হ্যারল্ড নামক এক ট্রাক ড্রাইভারের
ভাষ্য মতে , ” আমি আনুমানিক রাত ১:১৫ নাগাদ ঐ রাস্তা ধরে আমার
ট্রাক নিয়ে যাচ্ছিলাম ॥ ঐ রাস্তা স্বম্নধে আমার জানা থাকলেও
আমি তাতে পাত্তা দিই নি ॥ যাই হোক আমি যখন ঐ রাস্তায় প্রবেশ
করি তখন আমার মধ্যে এক ধরণের পরিবর্তন অনুভব করি ! আমার মাথার ভিতরটা অসম্ভব রকমের ফাঁকা মনে হতে থাকে ! ঐ
রাস্তা ধরে মিনিট ১৫ চলার পর আমি রাস্তার ধারে এক
বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি ! আমি তাকে ( ! )অতিক্রম
করে কিছুদূর চলে আসার পর আমার মনে হলো সে কোন
বিপদে পড়েনি তো ? হতে পারে তার কোন সাহায্য দরকার !
রাস্তাটি ওয়ান ওয়ে ছিল বিধায় আমি ট্রাকটি রাস্তার ধারে থামিয়ে সেই বৃদ্ধা যেখানটায় দাঁড়িয়ে ছিল সেইখানে হেটে গেলাম ॥
সেখানে পৌছে আমার সারা শরীর বেয়ে আতঙ্কের এক ঠান্ডা শ্রোত
বয়ে গিয়েছিল ! কারণ সেখানে গিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না !
এত তাড়াতাড়ি কোন মানুষের পহ্মে গায়েব হয়ে যাওয়া এক কথায় প্রায়
অসম্ভব ব্যাপার ছিল ॥ আমার মাথায় তখন একটাই চিন্তা আসল যে এই
রাস্তা সম্পর্কে সব যা কিছু শুনেছি তার সব কিছুই কি তাহলে সত্যি ! আমি যখন এইসব কথা ভাবছি তখনই কাছেই কোথাও ঘোড়ার নাক
ঝাড়ার আওয়াজ পেলাম ! কিছু মানুষের সম্মিলিত আওয়াজও
শুনতে পেয়েছিলাম ! আমি আর এক মূহূর্ত দেরি না করে ট্রাকের
কাছে ফিরে আসি এবং চলতে থাকি ॥ ট্রাক চলাকালীন অবস্থায়ই
আমি একবার পিছন ফিরে তাকাই ॥ আবার যখন সামনে ফিরে তাকাই
তখন রাস্তার ঠিক মাঝখানে আমি সেই বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখি ! আমি প্রাণপণে ব্রেক চেপে ধরি এবং স্টিয়ারিং হুইল ঘোরাতে থাকি ॥
এরপর আমার আর কিছু মনে নেই ॥ পরেরদিন
আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি ! ” এই
সম্পর্কে হাইওয়ে পুলিশ চীফ জ্যাক হ্যরিসন বলেন , ” আমরা বিলের
দূর্ঘটনার খবর পাই রাত ২:৩০ নাগাদ ঐ রাস্তা ধরে যাওয়া অপর
আরেকজন ট্রাক চালকের নিকট হতে ॥ যেহেতু মধ্যরাতের পর থেকে ঐ রাস্তায় যান চলাচল অনেকটাই কমে আসে, তাই আমাদের খবর
পেতে দেরি হয়েছিল ॥ “ঐ দূর্ঘটনায় ( ! ) বিলের ডান হাতের
কব্জি এবং বাম পায়ের গোড়ালি ভেঙ্গে যায় ॥ তাছাড়া কপালেও
সে প্রচন্ড আঘাত পেয়েছিল ! এই ঘটনার পর পারতপহ্মে বিশেষ
করে রাতের বেলা কেউ ঐ রাস্তা ব্যবহার করেন না ॥ সবাই বিকল্প
পথই ব্যবহার করেন !
http://facebook.com/shmizan
Sada mata Mizan

"বনলতা সেন" __ জীবনানন্দ দাশ

"বনলতা সেন"
__ জীবনানন্দ দাশ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন । চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, 'এতদিন কোথায় ছিলেন?'
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন । সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন ।
Sada mata Mizan

▓▓▓BREAKING NEWS▓▓▓

▓▓▓▓▓ BREAKING NEWS ▓▓▓▓ সাবেক রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ব্যাংককের
একটি হাসপাতালে মারা গেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।