শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অপ্রয়োজনীয় তথ্য

☞ ১৯০২ থেকে ১৯০৭ পর্যন্ত, ভারতে একটি বাঘই ৪৩৪ জন
মানুষ মেরে ফেলেছে।
☞ আপনি যদি নভোচারীতে চাকরি করতে চান
তাহলে আপনাকে অবশ্যই ৬ ফুট ৩ ইঞ্চির কম
লম্বা হতে হবে।
☞ হলমার্কস গিফটশপে ''হ্যাপী ডিভোর্স কার্ড" বিক্রি করা হয়।
☞ হলিউডে ১০০ মিলিয়ন ডলার খরচ করে প্রথম
মুভিটি বানানো হয়েছিলো টার্মিনাটর-২ (Terminator
2)।
☞ হাতি বাচ্চা আমরা সবাই চিনি। হাতি যেহেতু তাই
বলেতো বেশি খাবেই। কিন্তু তাই বলে ৮০ লিটার! অদ্ভুত কিন্তু সত্যিযে হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ
খেতে পারে।
☞ পিপড়া পানির নিচে ২দিন ধরেও
বেঁচে থাকতে পারে।
☞ একটি কাঠঠোকরা সেকেন্ডে প্রায় ২০বার
পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে ☞ একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশী থাকে।
☞ একটা বিড়াল
অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬গুন ভালো দেখতে পারে।
টাপেটাম লুসিডাম এর জন্য এটি পারে বিড়াল।
এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।
☞ ২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।

শনিবার, ৫ জানুয়ারী, ২০১৩

বিষয়ঃ পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত!

বরাবর
প্রধান শিক্ষক,
''স্কুলের বাইরে গিয়া নাম দেইখা আয়''
বিষয়ঃ পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত!

জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা । ১০০ টাকা দিয়া সিনেমা দেখছি, ১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, ৫০টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি... ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম । কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে তোর লগে ।
এখন তোর কাছে দুইটা রাস্তা খোলাঃ ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!
ইতি
আপনার একান্ত অবাধ্যগত ছাত্র
খুইজ্জা লো আমি কেডা... :