শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অপ্রয়োজনীয় তথ্য

☞ ১৯০২ থেকে ১৯০৭ পর্যন্ত, ভারতে একটি বাঘই ৪৩৪ জন
মানুষ মেরে ফেলেছে।
☞ আপনি যদি নভোচারীতে চাকরি করতে চান
তাহলে আপনাকে অবশ্যই ৬ ফুট ৩ ইঞ্চির কম
লম্বা হতে হবে।
☞ হলমার্কস গিফটশপে ''হ্যাপী ডিভোর্স কার্ড" বিক্রি করা হয়।
☞ হলিউডে ১০০ মিলিয়ন ডলার খরচ করে প্রথম
মুভিটি বানানো হয়েছিলো টার্মিনাটর-২ (Terminator
2)।
☞ হাতি বাচ্চা আমরা সবাই চিনি। হাতি যেহেতু তাই
বলেতো বেশি খাবেই। কিন্তু তাই বলে ৮০ লিটার! অদ্ভুত কিন্তু সত্যিযে হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ
খেতে পারে।
☞ পিপড়া পানির নিচে ২দিন ধরেও
বেঁচে থাকতে পারে।
☞ একটি কাঠঠোকরা সেকেন্ডে প্রায় ২০বার
পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে ☞ একটি বিড়ালের প্রতিটি কানে ৩২টি করে পেশী থাকে।
☞ একটা বিড়াল
অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬গুন ভালো দেখতে পারে।
টাপেটাম লুসিডাম এর জন্য এটি পারে বিড়াল।
এটি একটি বাড়তি লেয়ার যা আলো ধারণ করে রাখতে পারে।
☞ ২০০০০ হাজার প্রজাতির মৌমাছির মাঝে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।

শনিবার, ৫ জানুয়ারী, ২০১৩

বিষয়ঃ পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত!

বরাবর
প্রধান শিক্ষক,
''স্কুলের বাইরে গিয়া নাম দেইখা আয়''
বিষয়ঃ পরীক্ষার ফি মাফ করার জন্য দরখাস্ত!

জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা । ১০০ টাকা দিয়া সিনেমা দেখছি, ১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি, ৫০টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি, আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি... ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম । কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে তোর লগে ।
এখন তোর কাছে দুইটা রাস্তা খোলাঃ ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!
ইতি
আপনার একান্ত অবাধ্যগত ছাত্র
খুইজ্জা লো আমি কেডা... :

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

৯৯ ডলারেই গুগল ট্যাব!

৯৯ ডলারেই গুগল ট্যাব! ২০১৩ সাল দুয়ারে। বিশ্বপ্রযুক্তি অঙ্গন তাই নতুন উন্মদনার অতন্দ্র
প্রহর গুণছে। এতে প্রথমেই এসেছে গুগলের নাম। মাত্র ৯৯ ডলারের
নেক্সাস ৭ মডেলের ৭ ইঞ্চি পর্দার খুদে ট্যাবলেট হতে পারে বছরের
অন্যতম সেরা চমক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। অনলাইনে গণমাধ্যমে এরই মধ্যে এক্সিফ ফরম্যাটে ছড়িয়ে গেছে গুগলের
এ স্বল্পদামের ট্যাবলেটের বেশ কিছু তথ্য। এর মধ্যে গুগলের
হয়ে ট্যাবলেট তৈরি করছে আসুস এমন তথ্য পাওয়া গেছে। মডেলের
বিন্যাসে আছে এমই১৭২ভি পণ্যকোড। প্রসঙ্গত, গত অক্টোবরে ডিজিটাইমস ওয়েবসাইটে তাইওয়ানভিত্তিক
কোয়ান্টা কমপিউটার গুগলের ‘নেক্সাস ৭’ ট্যাবলেট তৈরি করছে।
এখানে বলা হয়, আসুস নয়, গুগলের ট্যাবলেট তৈরি করবে কোয়ান্ট। যদিও ২০১২ সালে শেষভাগে এ ট্যাবলেট বাজারে আসার কথা ছিল।
কিন্তু এখন তা গড়িয়েছে ২০১৩ সালের দিকে। সূত্রগুলো বলছে, ২০১৩
সালের দ্বিতীয় সপ্তাহেই এ বিষয়ে গুগল থেকে আনুষ্ঠানিক
ঘোষণা আসতে পারে। ডিজিটাইমস সূত্র বলছে, এ ট্যাবলেটে থাকবে সিঙ্গেল কোর ৮০০
মেগাহার্টজ প্রসেসর। এটি তৈরি করবে চীনের ওয়ান্ডার
মিডিয়া টেকনোলজি। এতে ব্যবহৃত হুভা টিএন স্ক্রিন
তৈরি করছে তাইওয়ানের হ্যানস্টার ডিসপ্লে। আর দাম ৯৯ ডলারের
মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা আছে। এতে আগের ১৯৯ ডলারের বিপরীতে এবার আসতে পারে ৯৯ ডলারের
চমক। তবে এ ধরনের বাজার প্রতিযোগিতায়
টিকে থাকতে চ্যালেঞ্জটাও অত সহজ নয়। তাই অপেক্ষা এখন গুগলের
আনুষ্ঠানিক ঘোষণার।

হাবলু ট্যুরে গেছে

হাবলু ট্যুরে গেছে। ওখান থেকে সে বাসায় ফোন করলো।ফোন ধরল
নতুন চাকর।
হাবলুঃ "তোমার মেমকে দাও"
চাকরঃ "মেম তো সাহেবের সাথে বেডরুমে"
হাবলুঃ "মানে??আমিই তো সাহেব বলতিছি!"
চাকরঃ "তো আমি কি করবো?"
হাবলুঃ(রেগে গিয়ে) "ওদের ২ জনকে গুলি করে মারো"
চাকরঃ "কি??"
হাবলুঃ "তোমাকে ১লাখ টাকা দিব।তুমি ওদের এখনি মেরে ফেল।
আমি লাইনে আছি" মেরে ফেলার পর চাকরঃ "লাশ ২টা কি করবো?"
হাবলুঃ "সুইমিং পুলে ফেলে দাও"
চাকরঃ"মানে?সুইমিং পুল পাব কই?"
হাবলুঃ"কি?বাসায় সুইমিং পুল নেই??"
চাকরঃ "না।"
হাবলুঃ "এটা ২৮৪৬৯৮৫২ নাম্বার না??" চাকরঃ "না"
হাবলুঃ "সরি, রং নাম্বার"

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

ফ্রী ফ্রী ২০০MB internet

ফ্রী ফ্রী ২০০MB
internet উপভোগ
করুন আপনার Banglalink
সিমে ।
আপনারসিমে ৬টাকা রাখবেন
। তারপর *222*1*2# ডায়াল
করে 4.60 টাকা দিয়ে ২
MB কিনে নিন ।
তারপর ১ MB ব্যবহার
করারপর
অপেরা মিনির সেটিং এ গিয়ে সব কিছু OFF
করে নিন । শুধু single
column
view ON করুন আর
protocol অপশনটা HTTP
থেকে Socket/HTTP করে নিন । ম্যাসেজ
অপশনে গিয়ে P1
লিখে 3343
নাম্বারে পাঠিয়ে দিন।
তারপর আপনার
মোবাইলে ১টাকার মত থাকবে । এখন
আপনার নেট প্যাকেজ
হয়ে যাবে ১ পয়সা ১০
কেবি মানে ১ টাকায় ১
MB এখন বাকি ১
MB খরচ করে তারপর অনবরত 200 MB —
#হিমেল
লাইক দিয়ে সবাই একটিভ থাকুন

http://facebook.com/shmizan
Sada mata mizan

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ

২০৫০ সাল নাগাদ যা যা ঘটতে পারেঃ
» আলু প্রতি কেজি ৭১৫ টাকা নির্ধারন করায় অর্থ মত্রীর আলুর
পরিবর্তে কচু খওয়ার অনুরোধ..!
» শহরীনফোনে প্রতি মিনিট কথা বলা যাবে ০.০০১ টাকায়।
আর প্রতি ১০
টাকা রিচার্জেথাকছে ৫০০০০০০০০% বোনাস..! » ক্যাটরিনার নাতনীর সাথে রজনীকান্ত জুটি হয়ে করছেন
শতাব্দীর সবচেয় ব্যয়বহুল ছবিঃ ধুম-২২
» কারিনা কাপুর তার ৮ম বিয়েতে আমন্ত্রণ জানালেন শহিদ
কাপুর ও সাইফ আলী খান কে..!
» "আমি-ই কিং খান" ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন
শাকিব খান; সহাভিনেতারা হলেন শাহরুখ, আমির ও সালমান! শাকিব এর নায়িকা হিসেবে থাকবেন এন্জেলিনা জোলি..!
» পেট্রোল এর দাম ৯৮৪ প্রতি লিটার...!
» হিন্দী সিরিয়াল সি.আই.ডি ১লাখ পর্ব অতিক্রম করল..!
» চায়না নতুন ফোন বাজারে ছেড়েছে। এতে আছেঃ ২০ সিম
কার্ড একসাথে সচল, ১ টেরাবাইট ইন্টারনাল মেমোরী, ৪২০
মেগা পিক্সেল ক্যামেরা, এমপি১০ প্লেয়ার,ওয়াইফাই , ৫০জি, জিপিএস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ আরো আকর্ষনীয়
অনেক কিছু!
» এক কালের বাংলা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কে বিয়ের
প্রস্তাব দিলেন টম ক্রুজের নাতি!
» সালমান খাঁন উনার 'বডিগার্ড ৫০' মুভির রিমিক করে নতুন
মুভি 'বুড়াগার্ড' নির্মাণ করতেছেন! » বাংলা সিনেমার হারিয়ে যাওয়া জনপ্রিয় নায়ক অনন্ত
জলিল বাংলা ও
ইংরেজী ভাষা শুদ্ধ রুপে শিখার জন্য তার নতুন শিক্ষক নিয়োগ
দিয়েছেন!
» দুই নেত্রীর মৃত্যুবার্ষিকীত ে দেশজুড়ে আনন্দমিছিল বের
করেছে সমগ্র বাংলাদেশবাসী। উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ!